Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

নারায়ণগঞ্জ জেলার পানিসম্পদ ব্যবস্থাপনা

বাংলাদেশ একটি নদীমাতৃক ব-দ্বীপ। এ দেশের বেশীরভাগ নদীই হিমালয় বা ভারতের বিভিন্ন পাহাড় হতে উৎপন্ন হয়ে দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করে মধ্যাঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণাঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। রাজধানী ঢাকার পাশ্ববর্তী এ জেলাটি শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, বালু নদী, ধলেশ্বরী, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা, নদী দ্বারা বেষ্টিত। বিভিন্ন নদ-নদীর পাশাপাশি ছোট বড় বিভিন্ন খাল ও জলাশয় পরিবেষ্টিত এ জেলা। নারায়ণগঞ্জ প্রধানত একটি শিল্প প্রধান জেলা। রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় ক্রমাগত নগরায়নের ফলে বেশিরভাগ কৃষি জমি আবাসিক প্লট ও শিল্প কারখানার কাজে ব্যবহৃত হতে থাকে। শিল্প কারখানার বর্জ্য, মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক কারণে এ জেলার অন্তর্গত নদ-নদী, খাল ও জলাশয় সমূহ নানাভাবে দূষণ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকার প্রতিবছর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দেশের ক্ষতিগ্রস্ত নদ-নদী, খাল ও জলাশয় খনন, পাড় বাঘাই, বাঁধ নির্মাণ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।


নারায়ণগঞ্জ জেলায় পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম যথাযথ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নির্বাহী প্রকৌশলীর দপ্তর/বিভাগীয় দপ্তর রয়েছে


নির্বাহী প্রকৌশলীর দপ্তর, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ।


নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগ এর অধীনে টি পানি উন্নয়ন উপ-বিভাগ রয়েছে


নারায়ণগঞ্জ পানি উন্নয়ন উপ-বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ।

সোনারগাঁ পানি উন্নয়ন উপ-বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নারায়ণগঞ্জ।


প্রতিটি উপ-বিভাগের আওতায় ৩টি করে শাখা রয়েছে। প্রতিটি উপ-বিভাগের দায়িত্বে রয়েছেন একজন উপ-বিভাগীয় প্রকৌশলী এবং প্রতিটি শাখার দায়িত্বে রয়েছেন একজন উপ-সহকারী প্রকৌশলী।